ডেস্ক ১০ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ১০৯ ০
বর্তমান সময়ে টেলিভিশন জগতে পরিচিত নাম দিতিপ্রিয়া রায়। জি বাংলার করুণাময়ী রানি রাসমণি সিরিয়ালে বাংলার সকল দর্শকদের মনে যায়গা করে নিয়েছেন এই শিল্পি। অভিনয়ে মন কেড়েছেন সকলের। ক্রমেই এই জনপ্রিয়তা বাড়ছে।
সবে মাধ্যমিক পাশ করেছেন দিতিপ্রিয়া। শুরু হয়েছে পরের ধাপের পড়াশুনা। একাদশ শ্রেনির ক্লাশের ফাকেই শুটিং চালিয়ে যাচ্ছেন এই শিল্পী। শত ব্যস্ততার মাঝেও সময় দিয়ে চলেছেন স্কুলের নানা অনুষ্ঠানে। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন স্কুলের অনুষ্ঠানে আয়োজিত নৃত্যনাট্যে। এই নাট্যে তাকে দেখা গেলো নতুন এক ভূমিকায়। 'বাল্মিকীর প্রতিভা'-র নাট্যদৃশ্যে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া।
স্কুলের এই নৃত্যনাট্যের দৃশ্য বিশেষের ছবি সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেন দিতিপ্রিয়া। দেখুন সেই ছবি।