ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

রাজ শুভশ্রীর বিয়ের এক্সক্লুসিভ ছবি

ডেস্ক ১২ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১৯৯

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়েটা সেরেই ফেললেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভারতের দক্ষিণ ২৪ পরগনার রাজবাড়িতে দুই বাড়ির সদস্যদের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিন লাল বেনারসী, সোনার হয়না ও চন্দনে সাবেকি সাঁজ সাজবেন শুভশ্রী একাথা আগেই জানিয়েছিলেন। বরের পরনে ছিলো সবুজ পাঞ্জাবী। 

দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে দুই বাড়ির সদস্যদের উপস্থিতিতেই হল এই মেগা বিয়ে। শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল, সিঁদুরদান সহ সব বাঙালি রীতি মেনেই বিয়ে সেরেছেন এই জুটি। অতিথিদের ভোজের জন্যও ছিলো বিশাল আয়োজন।

 আগামী ১৩ই মে আরবানায় রিসেপশন অনুষ্ঠিত হবে। সেখানে চিত্রজগতের প্রায় সব তারকার উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

gaye-holud

gaye-holud

6

6

6

6

6

6

6

6

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »