ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

স্টার জলসায় নতুন সিরিয়াল নিয়ে আসছে নেহা আমনদীপ

ডেস্ক ১৭ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১০৪

স্টার জলসায় আসছে নতুন এক সিরিয়াল। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ট্রেইলার। ট্রেইলার প্রচারিত হচ্ছে স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। নতুন এই ধারাবাহিকের নাম ওম নমহ শিবায়। ধারাবাহিকে প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী নেহা আমনদীপ। স্ত্রী সিরিয়াল দিয়ে দর্শকদের মনে যায়গা করে নিয়েছিলেন পাঞ্জাবী এই অভিনেত্রী। আবার ফিরে আসছেন তিনি টেলিভিশনের পর্দায়। তবে এবার জি বাংলায় নয়, আসছেন স্টার জলসার নতুন ধারাবাহিক ওম নমহ শিবায় - তে। শিবের বীরভদ্র রূপে রয়েছেন নতুন মুখ 'অরূপ পোদ্দার'। এই ধারাবাহিক একটি সুরিব্দর ফিল্মস প্রডাকশন। তবে কোন স্লটে আসছে নতুন এই ধারাবাহিক, বা কোন সিরিয়াল শেষ হচ্ছে তা এখনো জানা যায়নি। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »