ডেস্ক ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১০৩ ০
বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রানি রাসমনি এর কারনে সকলের কাছেই পেয়েছেন পরিচিতি। সেই দিতি প্রিয়া সম্প্রতি শেয়ার করেছেন তার নিঃশর্ত ভালবাসা’র কথা। গত এক বছর ধরেই দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছেন দিতিপ্রিয়া। তেতো কম বয়সেই র্দায় পরিণত রানি রাসমণির চরিত্রে অভিনয় করছেন তিনি তা প্রশংসার দাবি রাখে বলে মনে করেন টলিউডের একটা বড় অংশ।
সে কারণেই টিআরপির হিসেবেও প্রায় প্রতি সপ্তাহেই এই ধারাবাহিক থাকে প্রথম স্থানে। অভিনয়ের পাশাপাশি পাঠভবনে হিউম্যানিটিজ নিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছেন অভিনেত্রী। ইতিহাস, সোশিওলজি, এডুকেশন এবং মিউজিক নিয়ে চলছে তাঁর এখনকার পড়াশোনা। পাশাপাশি পোষ্যের প্রতি অকৃত্রিম ভালবাসা রয়েছে তাঁর।