ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

মা হতে চলেছেন কনীনিকা!

ডেস্ক ২২ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ৮১

কলকাতার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা। বর্তমানে অভিনয় করছেন জি বাংলার অন্দরমহল ধারাবাহিকে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়াল। কিন্তু টলিপাড়ায় শুটিং বন্ধের মাঝেও কান পাতলেই শনা যাচ্ছে কনীনিকা নাকি মা হতে চলেছেন। 

তবে সত্যিটা কি? এই নিয়ে মুখ খুলেছেন কনীনিকা। কথা বলেছেন জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারের সাথে সেখানে তিনি বলেছেন 

‘‘আর্টিস্ট ফোরামের সঙ্গে কথা বলে আমি চ্যানেলকে জানিয়েছি, আমি আর ‘অন্দরমহল’ ধারাবাহিকে কাজ করতে পারব না। আমি চ্যানেলকে দু’মাস সময়ও দিয়েছি। তবে আমি প্রেগন্যান্ট নই। শারীরিক অসুস্থতার কারণে ওই ভাবে একটানা কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’’

এরই মধ্যে শুভেচ্ছা বার্তায় ভরে গেছে কনীনিকার ইনবক্স। এই বিষয়ে কনীনিকা বলেন ‘‘আমার অসুবিধা হয়েছে বলেই আমি ওই ধারাবাহিকে কাজ করা বন্ধ করতে চাই। আমার অন্য কোনও উদ্দেশ্য নেই। আর মা আমি অবশ্যই হতে চাই, কিন্তু এখন নয়। হলে নিশ্চয়ই সবাই জানতে পারবেন।’’

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »