ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

অবশেষে কাটলো জট, কাল থেকে শুরু শুটিং

ডেস্ক ২৩ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ১৬৩

অবশেষে সুখবর ধারাবাহিক দর্শকদের জন্য। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, কেটেছে জটলা। আবার কাল থেকে শুটিং শুরু হচ্ছে। আজ নবান্নতে সব পক্ষের সঙ্গে বৈঠকের এমনি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।ভবিষ্যতে যেন এমন সমস্যা আর না হয়য় তার জন্য একটি, কন্সিলিয়েশন কমিটি তৈরির কথাও জানিয়েছেন তিনি। এই কমিটিতে রাখা হয়েছে প্রযোজক, কলাকুশলী, পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকারদের প্রতিনিধিদের।

প্রতিমাসে একদিন করে বৈঠক করার নির্দেশ দিয়েছেন তিনি। কমিটিতে মুখ্য উপদেষ্টা করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সংবাদ সম্মেলনে সৌমিত্র জানান, ‘‘মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে খুব সহজেই মিটে গিয়েছে সমস্যা। আপনারা এই বার্তাটুকুই পৌঁছে দিন। কার সঙ্গে কী ঝগড়া সেই সব লিখবেন না।’’

 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »