ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

ঘরে গোলাপজল তৈরি ও ব্যবহার

ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১২৫

প্রাচীন কাল থেকেই রুপচর্চা ও রসনায় গোলাপজলের ব্যবহার হয়ে আসছে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ব্যবহার করা হয় গোলাপ জল, আবার রান্নায় ঘ্রান বাড়াতেও জুড়ি নেই গোলাপ জলের। সাধারনত বাজার থেকেই গোলাপজল কিনে ব্যবহার করি আমরা। তবে সে গুলো ১০০% বিশুদ্ধ নাও হতে পার। তাই আপনি চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন গোলাপজল। একদম সহজে প্রাচীন পদ্ধতিতে গোলাপজল তৈরি করার পদ্ধতি শেয়ার করছি আজ। দেখে নিন। 

একটি তাজা গোলাপ থেকে পাপড়ি গুলো নিয়ে নিন। এবার পাপড়ি গুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। 

এবার একটি বাড়িতে ফোটানো বিশুদ্ধ পানি নিয়ে নিন। তাতে পাপড়ি গুলো দিয়ে দিন। পানি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। কেবল মাত্র পাপড়ির ওপর পর্যন্ত পানি দেবেন।

এরপর পাত্রটি মাঝারি আঁচে চুলায় দিয়ে দিন। গোলাপের পাপড়ির রং হারিয়ে যাবে ,আর তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে নিন। এবার পানি ছেকে নিন ঠান্ডা করে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। 

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গোলাপ জলের কোন জুড়ি নেই। প্রতিদিন ত্বকে গোলাপ জল ব্যবহার করলে ত্বকের ব্রণ ও ব্রণের দাগ অনেক কমে যাবে।

বিভিন্ন রকম রান্নার ঘ্রান বাড়াতেও গোলাপ জল ব্যবহার করা হয়। 

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »