ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ আপডেট ১০ মাস আগে

জনপ্রিয়

পরিবর্তন হলো জি বাংলার সাত ভাই চম্পা সিরিয়ালের পারুল, দেখুন নতুন পারুল কে

ডেস্ক ২৬ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ২৪৬

জি বাংলার জনপ্রিয় বাংলা ধারাবাহিক সাত ভাই চম্পা। বাংলার দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গেছে এই সিরিয়াল। পৌরাণিক কাহিনি হওয়ায় ছোট বড় সকলের দারুন পছন্দ এই সিরিয়াল। তবে দর্শকদের জন্য আছে অন্য একটি সংবাদ। 

রুশা চ্যাটার্জি

পরিবর্তন হয়ে যাচ্ছে সাতভাই চম্পা এর পারুল। এখন থেকে রুশা চ্যাটার্জি কে দেখে যাবে পারুলের ভূমিকায়। এর আগে পারুলের প্রমিতা চক্রবর্তী পারুলের ভূমিকায় দীর্ঘদিন ধরে অভিনয় করেছেন। তবে এখন থেকে সিরিয়ালে নতুন পারুল দেখা যাবে। রুশা কি পারবেন পারুলের চরিত্রকে আগের মতনই ফুটিয়ে তুলতে। সময় বলে দেবে সকল উত্তর। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »