ডেস্ক ২০ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ২৩৩ ০
আবারো এক সঙ্গে দেখা গেলো জনপ্রিয় ধারাবাহিক জুটি গৌরব ও সন্দীপ্তাকে। সম্প্রতি এক সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই দুই তারকা। গৌরব তার ইন্সটাগ্রাম প্রোফাইলে প্রকাশ করেছেন ছবি। তারা অনস্ক্রিন জুটি হলেও বাস্তবে ভালো বন্ধ। সম্প্রতি তাদের একটি বিয়ের অনুষ্ঠানে দেখা যায়। আর সেখানেই ফ্রেম বন্দি হয়েছেন তারা। সেই ছবিই স্যাশাল মিডিয়ায় সেলার করেছেন গৌরব। ক্যাপশন ছিলো - টেলিভিশনে আমার প্রথম লিডিং লেডি, দশ বছর হয়ে গেলো।
দূর্গা নামের একটি বাংলা সিরিয়ালের মাধ্যমে মিডিয়ায় পা দেন এই জুটি। রূপম ও দুর্গা চরিত্র সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো। তারপর আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন তারা। এখন আদরিনিতে অভিনয় করছেন গৌরব, আর সন্দীপ্তাকে প্রতিদান সিরিয়ালে দেখতে পাচ্ছেন দর্শকরা।