ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

আজ থেকে শুরু সিরিয়ালের শুটিং, কিন্তু নতুন এপিসোড আসতে হবে দেরি

ডেস্ক ২৪ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ১৫৫

প্রায় ১ সপ্তাহ বন্ধ ছিলো সিরিয়াল। টেলিভিশনে চলছিলো রিপিট টেলিকাস্ট। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ভাংলো জটলা। আবার শুরু হচ্ছে সিরিয়ালের নিয়মিত শুটিং। শুটিং তো শুরু হয়ে গেলো তবে টেলিকাস্ট শুরু হবে কবে থেকে? কারণ সকল দর্শক অধির হয়ে অপেক্ষা করছেন টিভি সেটের সামনে। নতুন এপিসোডের অপেক্ষায়। 

 

শুক্রবার সকাল থেকে শ্যুটিং শুরু হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। কারণ সব সিরিয়ালেরই ব্যাঙ্কিং শেষ। ফলে লক্ষ্য থাকবে যত অল্প সময়ে যত বেশি পরিমাণ দৃশ্য শ্যুট করে নেওয়া যায়। তার পর থাকবে সম্পাদনা বা এডিটিং-এর কাজ। তার পর চ্যানেলের পক্ষ থেকে যাচাই করে দেখা হবে গুণগত সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। এবার সম্প্রচারের জন্য নিতে হবে বিবিধ প্রযুক্তিগত ব্যবস্থা।

সব কাজ ফেলে শনিবার থেকেই নতুন এপিসোডের সম্প্রচার করার চেস্টা করা হচ্ছে। তবে হাতে এই টুকুন সময়ের মধ্যে সকল কাজ মেটানো এতো সহজ না। তাই রবিবার বাদ দিয়ে সোমবার থেকে হতে পারে নতুন এপিসোডের টেলিকাস্ট। 

তবে তার থেকে দেরি হয়তো হবে না। তাই আরও কয়েকটি দিন দর্শকদের সন্তুষ্ট থাকতে হচ্ছে পুরানো এপিসোড নিয়ে। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »