ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

বাইরে গেলেই ত্বক লালচে হয়ে গেলে করনীয়

ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ২২১

বাইরে বের হলেই অনেকের ত্বক লাল হয়ে যায়। তখন দেখতে অনেক খারাপ লাগে। বিশেষ করে রোদের সময় বাইরে গেলেই এই ধরনের সমস্যা হয়ে থাকে। এমন সমস্যায় যারা পড়ে থাকেন তাদের জন্য আজকের পোস্ট। আসুন জেনে নেই এর থেকে পরিত্রানের উপায় সম্পর্কে। 

যাদের ত্বক অতিরিক্ত সেনসিটিভ তাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে। এই সমস্যার সঠিক কোন সমাধান না থাকলেও আপনি অনেক আংশেই এটি নিয়ন্ত্রন করতে পারবেন। বাইরে যাওয়ার আগে এক টুকরো

আপনার ত্বক অতিমাত্রায় সেনসিটিভ। বাইরের বের হওয়ার আগে বরফ ঘষে নিবেন এবং অবশ্যই একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করবেন। আর সপ্তাহে দুদিন মসুর ডাল ও নিমপাতা বাটা মিশিয়ে মুখে প্যাক হিসেবে ব্যবহার করবেন।

আপনার জন্য নির্বাচিত »

সাজুগুজু থেকে আরও খবর »