ডেস্ক ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০ ঘটিকা ২২২ ০
সাজগোজ সব সময় একজন নারীকে প্রেজেন্টেবল করে রাখে। সুন্দরী না হলেও হাতের নখ, চোখে কাজল ও ঠোটে লিপস্টিক পার্ফেক্ট হতে হবে। আজ বিডি সংসার এর আয়োজনে থাকছে ব্যাতিক্রমী কিছু টিপস, যেগুলো দৈনন্দিন জীবনে সব সময় কাজে লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক।
পাঁকা চুল রঙ করতে আইশ্যাডো:
অনেক সময় দেখা যায় যে পাকা চুল কলপ করার কথা আমরা শেষ মুহুর্তের জন্য রেখে দিন। কিন্তু দেখা যায় সময় না পাওয়ায় যথারীতি এটি করা হয়ে ওঠে না। তখন বেধে যায় বিপত্তি। তবে যাদের পাকা চুলের পরিমান কম তাদের কলপ দেওয়ার কাজ সহজ করে দিতে পারে আই শ্যাডো। কালো আইশ্যাডো আঙুলের সাহায্যে চুলের সাদা অংশে লাগিয়ে নিন। সেদিনকার মতো অন্তত আইশ্যাডোতে পাঁকা চুল ঢাকা যাবে।
চোখের পাতা ঘন দেখাতে বেবি পাউডার:
অনেকের চোখের পাতা ঘন হয়না। তাই মাসকারা লাগানোর পর ফাকা ফাকা দেখা যায়। দেখতে বেশ খারাপ দেখা যায়। এই সমস্যার সমাধান হতে পারে বেবি পাউডার। চোখে মাসকারা লাগানোর পর একটি বাটিতে বেবি পাউডার নিয়ে নিন। এবার চোখের পাতায় বেবি পাউডার দিয়ে দিন। ৫-৬ মিনিট অপেক্ষা করে আরও ২ কোট মাসকারা লাগিয়ে নিন। দেখবেন চোখের পাতা বেশ ঘন লাগছে।
নেলপালিশের পর ঠান্ডা পানি:
নেইলপালিশ করার পর ঠান্ডা পানিতে ৫ মিনিট হাত ঢুবিয়ে রাখুন। এতে নেইলপালিশ দ্রুত শিকিয়ে যাবে। টিকবে আরও বেশি সময়।
পারফিউম লাগানোর আগে পেট্রোলিয়াম জেলিঃ
পারফিউম লাগিয়ে বাইরে বের হয়েছেন। খেয়ার করলেন কিছু সময় বাদেই হাওয়া হয়ে গেলো সুগন্ধ। তাই বার বার ব্যবহার করতে হচ্ছে পারফিউম। তবে ছোট্ট একটি বুদ্ধিতে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পারফিউম যেখানে লাগাবেন সেখানে আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। তারপর স্প্রে করুন। দেখবেন সুগন্ধ অনেক সময় বজায় থাকবে।
লিপস্টিক বেশি সময় স্থায়ী করতে হলেঃ
লিপস্টিক বেশি সময় ধরে রাখতে চান? তাহলে ঠোটে প্রথমে পাউডার পাফ করে দিন। এবার এক কোট লিপিস্টিক লাগিয়ে নিন। আবার পাউডার দিয়ে আবার এক কোট লিপিস্টিক দিয়ে দিন। দেখবেন লিপস্টিক ধরে থাকবে অনেক সময়।