ডেস্ক ০১ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩৭ ০
অঙ্কুশ ও ঐন্দ্রিলা প্রেম করেন, এটা এখন পুরনো খবর। প্রায় সাত বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। টলি মহলের প্রায় সকলেরই জানা এ খবর। তবে এবার কি এই জুটির বিয়ের দিন ক্ষন ঠিক হলো?
সম্প্রতি এক সাক্ষাতকারে অঙ্কুশ জানান আগামী এক বছরের মধ্যেই বিয়ের কাজ সেরে ফেলবেন তারা। তবে ঐন্দ্রিলা হেসে বলেছেন, অঙ্কুশ কেন বিয়ের কথা বলছেন তা তিনি জানেন না। অঙ্কুশের সব বান্ধবীদের বিয়ে হয়ে গিয়েছে, তাদের ছেলে মেয়েরা তাকে কাউ বলে ডাকছে, তাই সে এবার সেটল করবে হয়তো।
তবে টলি পড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, ২০১৯ এর ফেব্রুয়ারির শেষের দিকে নাকি অঙ্কুশ-ঐন্দ্রিলা বিয়ে। ভারতীয় পত্রিকা আনন্দ বাজার জানায় ২০ ফেব্রুয়ারি প্রথমে রেজিস্ট্রি এবং তারপর সামাজিক ভাবে বিয়ে করবেন তারা।
তবে ঐন্দ্রিলার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ‘‘সত্যি বলছি, এখনও কিছুই ফাইনাল হয়নি।’’। তবে খুব শীঘ্রই যে তারা বিয়ে করতে যাচ্ছেন তা বলছেন তাদের ঘনিষ্ঠ বন্ধুরা।