ঢাকা সোমবার, ২৪ মার্চ ২০২৫ আপডেট ১২ মাস আগে

জনপ্রিয়

রুক্ষ চুলের খুশকি দূর করবে এলোভেরার শ্যাম্পু

ডেস্ক ১৪ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ২০৬

যাদের মাথার ত্বক শুষ্ক তাদের খুশকির সমস্যা বেশি হয়। আমরা সবাই জানি এলোভেরা খুশকি দূর করতে ভালো কাজ করে। এটি চুল শুধু নরম করে না উজ্জ্বলও করে। আজ আপনাদের দেখাবো কি করে বাসায় তৈরি করবেন এলোভেরার শ্যাম্পু, সাথে ব্যবহার প্রনালী

এলোভেরার শ্যাম্পু তৈরি করতে যা যা লাগবে

  • ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল
  • ১ চা চামচ আমন্ড অয়েল
  • আধা চা চামচ ভিটামিন ই অয়েল
  • ১ কাপ বেবি শ্যাম্পু

কি ভাবে ব্যবহার করবেন এলোভেরা শ্যাম্পু
একটি পাত্রে বেবি শ্যাম্পু নিয়ে নিন, এতে এলোভেরা জেল, আমন্ড তেল ও ভিটামিন ই ক্যাপস্যুল মেশান। ভালোভাবে মেশানোর পর একটি পরিস্কার পাত্রে ঢেলে রাখুন, এই শ্যাম্পু সাধারন শ্যাম্পুর মতন ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে দূর হবে খুশকি, চুল হবে ঝলমলে ও উজ্জ্বল।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »