ডেস্ক ৩০ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ১৪১ ০
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল অন্দরমহল। এই ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। তবে বিভিন্ন মাধ্যম থেকে গুঞ্জন উঠেছে তিনি অন্দরমহল থেকে বিদায় নিতে পারেন। এই সকল নানা বিষয় নিয়ে তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লাইভে এসেছেন। দর্শকদের শেয়ার করেছেন নানা কথা।
অভিনেত্রী জানান তার শরীর খারাপ। তাই চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেছেন। সেই কারনেই অন্দরমহল থেকে সরে যাওয়ার কথা চিন্তা করছেন তিনি। তবে এখনো সেই সব বিষয়ে কোন সিদ্ধান্ত নেননি তিনি।
চিকিৎসক পরামর্শ অনুযায়ী এ বিষয়ে পরের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কনীনিকা। তিনি বার বার বলেন অন্দর মহল ছাড়ার কোন ইচ্ছা তার নেই। তবে সবার আগে শরীর। তাই শরীর খারাপ নিয়ে তিনি বেশিদিন আর ‘অন্দরমহলের’ সঙ্গে হয়তো জুড়ে থাকতে পারবেন না।
পাশাপাশি তিনি আরও বলেন, তিনি অন্তঃস্বত্তা নন। এই মুহূর্তে তেমন কোনও পরিকল্পনাও নেই। পুরোটাই গুজব। তবে চিকিৎসক যা বলবেন, সেই অনুযায়ী সব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কনীনিকা।