ডেস্ক ১৬ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ১০৬ ০
কয়েক মাস আগেই বিচ্ছেদের আবেদন করেছিলেন জুহি পারমার-শচিন শ্রফ। গত ৮ বছরের সম্পর্কের পর অবশেষে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন কুমকুম নামে পরিচিত জুহি পরমা। জুহির সঙ্গে শচিনের সম্পর্কের অবনতি হয়েছে দিন দিন। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। শুধু তাই নয়, জুহি, শচিন একসঙ্গে থাকছেন না বলে আগেই যানা যায়।
‘কুমকুম’ নামে একটি মেগা সিরিয়ালেরে মুখ্য চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়েই তার এ খ্যাতি আসে। গত ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে বিবাহ-বিচ্ছেদ হয়েছে তাদের।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে শচিন জানিয়েছেন, বিবাহ-বিচ্ছেদ দু’জনের সম্মতির ভিত্তিতে স্বচ্ছতা ও সম্মানের সঙ্গেই হয়েছে। জুহি আমাকে কোনোদিনই ভালোবাসেনি। প্রথম থেকেই এটা একতরফা সম্পর্ক ছিল। আমি কোনোভাবেই জুহিকে আমায় ভালোবাসাতে পারলাম না।’
এর আগে এই জুটির বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন জুহি পারমান।
তিনি বলেছিলেন, আমি বিয়ের আগে থেকেই শচিনকে চিনতাম। ও বলেছিল ও আমায় ভালোবাসে, আর আমরা তড়িঘড়ি বিয়ে করে ফেলি। সে সময় আমি ওর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম, যার মূল কারণ ছিল শচিনের ভালোবাসা।