ডেস্ক ১৩ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১৭১ ০
স্বাগতম বিডি সংসার এর 21 সেকশনে। আজ আবার ফিরে এলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। বিডি সংসার নিয়মিত নানা রকম এক্সক্লুসিভ টিপস দিয়ে আসছে। এর আগে হাতার নানা রকম ডিজাইন দিয়ে একটি পোস্ট করা হয়েছিলো। তাতে অনেকেই একটি ডিজাইন বিশেষ ভাবে অনুরোধ করেছেন কাটিং ও সেলাই দেখাতে। তাই আজ একটি সুন্দর হাতার ডিজাইনের টিউটোরিয়াল দেখাবো আপনাদের।
প্রথমে জামার পিস থেকে হাতার অংশ কেটে নিন। আমরা লম্বায় ১৪ ইঞ্চি নিয়েছি। আপনি চাইলে কম বা বেশি নিতে পারেন।
এবার হাতার পিস মাঝামাঝি ভাঁজ করে নিন
এবার বাইরের পার্টে ১/২ ইঞ্চি নিয়ে ছবির মতন মার্ক করুন
উপর থেকে আড়াই ইঞ্চি রেখে মার্ক করুন
তার পর এভাবে দাগ দিয়ে নিন
তারপর দাগ দেওয়া অংশ গোল করে কেটে নিন
এবার আলাদা টুকরো কালো কাপড় দিয়ে থ্রেড পাইপিং তৈরি করে নিন
তারপর থ্রেড তৈরি করে নিন। আর হাতার সাইডে পাইপিং দেওয়ার জন্য কাপড় সেলাই করে নিন। থ্রেড তৈরি করা হয়ে গেলে সাইজ করে কেটে নিন।
এবার হাতার সাইজে বকরন কেটে নিন।
হাতার কাপড়ে ২ইঞ্চি পর পর দাগ দিয়ে নিন।
এবার হাতার কাপড়ে লুপ গুলো ২ইঞ্চি পর পর সেলাই করে নিন।
হাতার কাপড়ের অন্যপাশে এভাবে পাইপিং লাগিয়ে নিন। হাতার নিচের পার্টেও পাইপিং লাগিয়ে নিন।
এবার এভাবে অপরপাশে মার্ক করে নিন। ঐ যায়গায় বোতাম লাগাতে হবে।
তাহলে তৈরি হয়ে গেলো অসাধারণ হাতা
আরও নতুন নতুন ও এক্সক্লুসিভ ডিজাইনের 21 এর টিউটোরিয়াল পেতে এখুনি শেয়ার করুন।