ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

শিশুর মাথা ন্যাড়া করলে কি চুল ঘন হয়?

ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১০২

অনেকের ধারণা চুল কামিয়ে ফেললে বুঝে চুল আরও ঘন বা কালো হয়ে গজায়। আর এই কারনে মায়েরা ছোট বয়সেই বাচ্চদের মাথা ন্যাডা করে দিন। বড়দের ক্ষেত্রেও এই একই প্রবনতা দেখা যায়। চুল যদি সাভাবিকের তুলনায় বেশি পড়ে তখনি অনেকেই চুল ফেলে দেন। তবে আপনি কি জানেন এর ফলে আসলেই কি ঘনভাবে গজায়?

আসল কথা হচ্ছে চুল কালামেও চুল ঘনভাবে গজায় না। মাথা ন্যাড়া করলে চুল পড়াও বন্ধ করে না। আসলে চুল পড়া অনেক ক্ষেত্রে বংশগত একটি বিষয়। আর চুল ছোট রাখলে চুল পড়া এমনিতেই কমে। চুল যত বড় করবেন চুল ঝরার প্রবনতা তত বৃদ্ধি পায়। চুল কামিয়ে ফেললে বা মাথা ন্যাড়া করে ফেললে চুল পড়া কমে যায় বা চুল ঘনভাবে গজায়। এ ধারণা সঠিক নয়। 

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »