ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ আপডেট ১০ মাস আগে

জনপ্রিয়

কুছ কুছ হোতা হ্যায় এর সিক্যুয়েল!

ডেস্ক ১১ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৪৬

১৯৯৮ সালে মুক্তি পায় করন জোহর পরিচালিত বিখ্যাত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জির ত্রিকোণ প্রেমের গল্প তখন ছিলো মানুষের মুখে মুখে। সেই সাথে তার দারুন সব গান। এখনো হয়তো দোলা দেয় কোন প্রেমিকের মন। 

সম্প্রতি সাংবাদিকদের কাছে এই ছবির সিক্যুয়াল তৈরি করার ইচ্ছার কথাই প্রকাশ করেছেন করন জোহর। তবে এই সিকুয়ালে অভিনিয় করছেন কে? 

তবে এবার করন জোহরের পছন্দ আলিয়া ভাট, জাহ্নবী কাপুর। 

এর আগে করন বলেছিলেন আমার তখন ২৪ বছর বয়স। ওই চিত্রনাট্য লিখেছিলাম। একই জিনিস এখন আর আমি লিখতে পারব না। কী ভাবে যে গল্পটা মাথায় এসেছিল, এটা আমার নিজেরও ভাবলে অবাক লাগে।

তবে কবে তৈরি হচ্ছে সিক্যুয়াল কবে তৈরি হচ্ছে তা নিয়ে মুখ খোলেননি করন। আর সবার একটাই প্রশ্ন, এই গল্প দর্শকদের কেমন লাগবে। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »