ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

বিয়ের আগেই গর্ভবতী হন শুভশ্রী?

ডেস্ক ১৫ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩৬

গত ১২ মে ধুমধাম করে বিয়ে কয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী। তবে গুঞ্জন রয়েছে আরও আগেই গোপনে বিয়ে সেরে ফেলেছিলেন ২জনে। আর শুভশ্রী দ্রুত গর্ভবতী হয়ে পড়ার কারনেই নাকি দ্রুত সবাইকে জানাতে আয়োজন করা হয়েছিলো এই বিয়ের অনুষ্ঠান। এমন ঘটনার সূত্র পাওয়া যায় জিতের টুইটে।

এবার ঈদে মুক্তি পাচ্ছে জিৎ এর নতুন ছবি সুলতান। জিতের টুইটারে শেয়ার করা ট্রেইলারে শুভকামনা জানিয়ে মজার ছলেই কমেন্ট করেছিলেন রাজ চক্রবর্তী। আর তাঁর উত্তর হিসেবে বোমাটা ফাটান জিৎ। ফিরতি উত্তরে তিনি বলেন, ‘যখন বাবা হবে তখন জানাইও।’

শুধু জিতের টুইটে নয়, আরও বেশ কিছু ঘটনা ইঙ্গিত দিচ্ছে শুভশ্রীর গর্ভধারনের কথা। তড়িঘড়ি করে বিয়ে, সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা, জিমে নিজের ওজন কমানো সবই কি তাহলে অনাগত বাচ্চার জন্য।

জি বাংলার রান্না ঘরের উপস্থাপিকা সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে গর্ভবতীকালীন সতর্কতা নিয়ে কথাও বলেছেন শুভশ্রী।

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »