ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

ঐন্দ্রিলাকে বিয়ে করলেন বিক্রম?

ডেস্ক ১৩ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১২৮

শেষ পর্যন্ত ঐন্দ্রিলা ও বিক্রমের বিয়েটা হয়েই গেলো! মহুল ও রোদ্দুরের বিয়ে হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ফাগুন বউ এ। এই নিয়ে বিক্রম নাকি ২য় বার বিয়ে করলেন ঐন্দ্রিলাকে। ইন্সটাগ্রাম একাউন্টে একটি ছবি শেয়ার করে এই কথাই জানিয়েছেন বিক্রম।

তবে এটি রিয়েল বিয়ে নয়। রিল লাইফের বিয়ে। এর আগেও একবার জুটি বেঁধেছিলেন বিক্রম ও ঐন্দ্রিলা। ব্যক্তিগত জীবনে অঙ্কুশের সাথে ঐন্দ্রিলার সম্পর্কের কথা শোনা যায়। অপরদিকে এখনো বিয়ে করেননি বিক্রম। এই ম্যাসেজ ই দিয়েছেন বিক্রম তার ইন্সটাগ্রাম একাউন্টে।

ধারাবাহীকের গল্প অনুযায়ী বিয়ের রাতে মহুলের মুখোমুখি হতে হবে রদ্দুরের ভাই অনুরূপ। যে এক সময় মহুলকে ভালোবাসত। কিন্তু পরিস্থিতির কারনে বিয়ে হয় রোদ্দুরের সাথে। এখন দেখা যাক কাহিনী কোন দিকে মোড় নেয়।

image

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »