ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

কেন দর্শকদের ধন্যবাদ দিলেন কনীনিকা

ডেস্ক ০১ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ৮০

সাধারন শাড়ি, সাদা সিদে পোশাকে ঘরোয়া বউ, প্রয়োজনে হয়ে উঠছেন অসাধারণ। সময়ের প্রয়োজনে ধরেছেন সংসারের হাল। জিতে নিয়েছেন সকল দর্শকের মন। হ্যাঁ ঠিক ধরেছেন বলছি জি বাংলা জনপ্রিয় সিরিয়াল অন্দরমহল এর পরমেশ্বরী এর কথা।

গত এক বছর ধরে পরমেশ্বরী পৌঁছে গিয়েছেন সকলের ঘরে। জিতে নিয়েছেন সব শ্রেনীর দর্শকদের মন। সম্প্রতি ১ বছর পার করলো অন্দরমহল ধারাবাহিক। এই উপলক্ষে সেলিব্রেশন করলো টিম অন্দরমহল। শুটিং সেটে কেক কাটলেন শিল্পীরা। সেই ভিডিও শেয়ার করেছেন কিনীনিকা। এই ভিডিওতে তিনি ধন্যবাদ জানিয়েছেন সকল দর্শকদের।

দেখে নিন সেই ভিডিওঃ

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »