ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

তেজপাতায় ঝেটিয়ে বিদায় করুন তেলাপোকা

ডেস্ক ২১ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ৯০

মিনি টিপস - 

তেলাপোকার আক্রমন হলে তার মতন অস্বস্তিকর পরিস্থিতি আর নেই, সারা ঘর নোংরা করে, তার উপর রোগ জীবাণুর ভয় তো থাকেই। বিশেষ করে রান্না ঘরে তেলাপোকার উপদ্রব বেশি হয়ে থাকে। তাই তেলাপোকা তাড়ানোর একটি সহজ পদ্ধতি নিয়ে হাজির হয়েছি আজ। 

যে ঘরে তেলাপোকার উপদ্রব বেশি হয়, সেই সকল স্থানে কিছু তেজপাতা ছিড়ে ছড়িয়ে দিন। দেখবেন তেলাপোকা আর আসছে না। তেজপাতার গন্ধ তেলাপোকা পছন্দ করে না, তাই কাছে আসে না। তেলাপোকা না মরলেও যন্ত্রনার হাত থেকে মুক্তি পাবেন। 

আপনার জন্য নির্বাচিত »

ঘরকন্যা থেকে আরও খবর »