ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

জি বাংলায় আসছে নতুন সিরিয়াল হৃদয় হরণ B.A. পাশ, বন্ধ হচ্ছে যে সিরিয়াল

ডেস্ক ১০ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ১৮৮

জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলায় আসছে নতুন এক সিরিয়াল। এই ধারাবাহিকের নাম হৃদয় হরণ B.A. পাশ। এরই মধ্যে জি বাংলায় প্রচারিত হতে শুরু করেছে ট্রেইলার। তবে কবে নাগাদ সিরিয়াল শুরু হবে, বা কোন স্লটে সিরিয়াল চলবে তা এখনো জানা যায়নি।

ধারাবাহিকের গল্প, চিত্রনাট্য সব  দিকই দেখছেন স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিসবাবু এর আগে খোকাবাবু, ভজগোবিন্দ ধারাবাহিক দুটিতেও কেন্দ্রীয় চরিত্রে তুলে ধরেছেন পুরুষদের। 

জি বাংলার সিরিয়ালের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন, জনপ্রিয় বাংলা ম্যাগাজিন ওয়েবসাইট বিডি সংসার এ। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »