ডেস্ক ০৩ এপ্রিল ২০১৯ ১১:০৬ ঘটিকা ১৯৩ ০
স্বাগতম বিডি সংসার এর টিপস সেকশনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি টিপস যা আমাদের সকলের কাজে লাগবে। বাড়িতে ইদুরের উপদ্রব হলে আর রক্ষা নেই, কাথা কাপড় থেকে শুরু করে সব কিছুই কেটে সাবাড় করে। আর একবার ইদুর এর উপদ্রব হলে তা থেকে মুক্তি পাওয়াও মুশকিল। তবে অনেকেই জানেন না গোল মরিচে রয়েছে এমন এক বিশেষ গুন যার ফলে আপনি ইদুরের হাত থেকে রক্ষা পাবেন।
সেদিন মিঠুনের বাড়িতে গেছিলাম ওর আইবুড়ো ভাতে। ওদের খাওয়ার জায়গাটা রান্নাঘর লাগোয়া। সবে খেতে বসেছি মনে হল রান্নাঘরের মেঝেতে কী যেন দৌড়ে গেল। মাসিমাকে জিজ্ঞেস করতেই মাসিমা বললেন, ‘আর বলো না রীণা, ক’দিন ধরে ইঁদুরের অত্যাচারে নাজেহাল।
কিছুতেই মুক্তি পাচ্ছি না।’ আমি বললাম, ‘মাসিমা একদন চিন্তা করবেন না। যেখানে সবথেকে বেশি ইঁদুরের উপদ্রব হচ্ছে সেখানে অল্প কিছু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রাখবেন, দেখবেন ইঁদুর পালাবে।’