ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ আপডেট ১০ মাস আগে

জনপ্রিয়

সন্তানের সাথে প্রথম ছবি শেয়ার করলেন সুদীপা

ডেস্ক ২৬ ডিসেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৮৬

কে না চেনেন সুদীপা দি কে? আগেই ফ্যানদের জনহ্য জানিয়ে রেখেছিলেন, বড় দিনে একটা সেরা উপহার অপেক্ষা করছে। কথামতন গতকাল ২৫ ডিসেম্বর বড় দিনে তিনি হাজির হয়েছেন সেই উপহার নিয়ে। 

সান্তার সাজে ছেলের ছবি সেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। কোলে আদিদেভকে নিয়ে ছবি শুট করেছেন নিজেই, সাথে স্বামী অগ্নিদেবও আছেন। নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে সেয়ার করেছেন এই ছবি। 

জি বাংলার জনপ্রিয় রান্নার শো 'জি বাংলার রান্নাঘর' থেকে বিদায় নিয়ে জানিয়েছিলেন এই সম্ভাবনার কথা। সন্তান ভুমিস্ট হওয়ার পরেও তিনি সোশ্যাল মিডিয়ায় জানান এই খবর। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »