ডেস্ক ০৫ মে ২০১৯ ০৬:৫৮ ঘটিকা ২৩৩ ০
আগামীকাল সোমবার ৬ মে ২০১৯ তারিখে চলতি বছরের এসএসসি ও সমমান (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) এর ফলাফল [রেজাল্ট] প্রকাশ করা হবে।
এই দিন সকাল ১০ঃ৩০ মিনিটে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে এসএসসি ২০১৯ এর ফলাফল তুলে দেবেন।
পরবর্তীতে শিক্ষামন্ত্রী সেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।
উল্লেখ এ বছর মোট ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।
প্রতিবছরের মত এবারও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইল এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
আসুন আমরা জেনে নেই কিভাবে ssc 2019 এর ফলাফল অনলাইনে দেখতে পারবেন।
অনলাইনে এসএসসি/দাখিল দেখার নিয়ম[ssc/dakhil exam result 2019] -
বিঃদ্রঃ ৬ মে দুপুর ২টার পরে রেজাল্ট পাবেন অনলাইনে। এর আগে চেস্টা করলেও পাবেন না। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করার পরেই আপনি অনলাইনে বা এসএমএস এ রেজাল্ট দেখতে পারবেন।
এছাড়া মার্কশীট দেখতেও অনলাইনে দেখতে পারেন। প্রথম দফায় মার্কসীট না পেলেও পরের দিন পেতে পারেন।
মোবাইলে এসএসসি পরিক্ষা ২০১৯ এর ফলাফল দেখার পদ্ধতি - How to Check SSC Result Using Mobile SMS
নিচে কয়েকটা উদাহরন দেওয়া হলো।
How to check SSC Ecam Result 2019 / এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৯ দেখার পদ্ধতি
SSC<Space>First 3 letters of your board name<Space>Your Roll Number<Space>2019
send to 16222
How to check Dakhil Exam Result 2019 / দাখিল পরীক্ষার রেজাল্ট ২০১৯
Dakhil<Space>First 3 letters of your Madrasha Education Board<Space>Your Roll Number<Space>2019
send to 16222
How to check Vocational Exam Result 2019 / ভোকেশনাল (কারিগরি বোর্ড) পরীক্ষার রেজাল্ট ২০১৯
SSC<Space>First 3 letters of your Technical Education Board<Space>Your Roll Number<Space>2019
send to 16222
বোর্ড গুলোর সর্ট কোড লিস্ট দেখে নিন নিচে
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে প্রতি এসএমএস এ ২ টাকা চার্জ প্রযোজ্য। SD,SC & VAT প্রযোজ্য।
অ্যাপ এর মাধ্যমে এসএসসি / দাখিল ২০১৯ এর রেজাল্ট পেতে
অনলাইন, এসএমএস এর পাশাপাশি আপনি এন্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমেও ssc 2019 এর রেজাল্ট / ফলাফল দেখতে পারবেন। গুগল প্লে থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিন। আপনার ফোনে ইন্সটল করে আপনার রোল, রেজিস্ট্রেশন ও বোর্ড, সাল দিয়ে সাবমিট করে ফলাফল পেতে পারেন।
এই পদ্ধতি ছাড়াও আপনার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল প্রকাশ করা হবে।
# SSC Result 2019 by SMS
# secondary school certificate result
# ssc result 2019 download