ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

এই উদ্ভিদে দূর করবে ব্রণ ও ব্রণের দাগ!

ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১০৪

মুখে ব্রণ হলে চিন্তার কোন কমতি থাকে না। কারণ দিন দিন মুখের শ্রী হারায়। ব্রণ ভালো হয়ে গেলেও ব্রণের দাগ থেকে যায়। অনেক রকম কসমেটিক্স রয়েছে বাজারে। তবে এর বেশিরভাগ গুলোই কাজ করে না। তাই আজ আপনাদের প্রাকৃতিক উপায়ে ব্রণ সারানোর উপায় বলে দেবো। আসুন দেখে নেই সেই উপায়। 

হাতিগুঁড়ো বা হাতিশুর প্রায় সব যায়গায় পাওয়া যায়। ব্রণের দাগ নির্মূল করতে এই ওষধি বিশেষ কার্যকর। এই গাছের পাতা ও কচি ডাল থেতো করে নিতে হবে। দুপুরে গোসল করার গে ব্রণের উপর প্রলেপ দিয়ে রাখতে হবে। ১ ঘন্টা পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে ব্রণে উপকার পাবেন। 

সূত্রঃ হেকিমী ও কবিরাজী মতে সহজ চিকিৎসা

আপনার জন্য নির্বাচিত »

জানা-অজানা থেকে আরও খবর »