ডেস্ক ২০ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১৪৭ ০
প্রচারের পর থেকে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে নাগিন সিরিজের ধারাবাহিক। এর আগে ২ সিজনে দর্শকদের মাতিয়ে রেখেছে এই সিরিয়াল। নাগিন ২ শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন ছিলো, কবে শুরু হবে নাগিন ৩? সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে নাগিন ৩ ধারাবাহিক।
ইতিমধ্যে প্রচারিত হচ্ছে বিজ্ঞাপন। ২ জুন থেকে কালারস টেলিভিশনে প্রচারিত হবে নাগিন ৩। প্রতি শনি বার ও রবিবার ভারতীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে এই সিরিয়াল। তবে বাংলা ভাষায় কালারস বাংলায় কবে থেকে প্রচারিত হবে তা এখনো জানা যায়নি। নাগিন ৩ নিয়ে প্রচারিত আরও খবর জানতে চোখ রাখুন বিডি সংসার এর ওয়েবসাইটে।
তবে গত ২ সিজনে নাগিনের মুখ্য ভূমিকায় মৌনী রয় থাকলেও এবার থাকছেন না মৌনী, এবার নাগিনের ভূমিকায় রয়েছেন কাস্মিরা তন্না।