ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

শুটিং এ ফিরেছেন দিতিপ্রিয়া

ডেস্ক ২৫ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩০

টালিগঞ্জে ৬ দিন ধরে বন্ধ ছিলো শুটিং। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, প্রযোজকদের মাঝে টানাপোড়েনের কারনেই মূলত বন্ধ ছিলো শুটিং, তাই বন্ধ ছিলো নতুন পর্বের সম্প্রচারও। তবে গত বৃহস্পতিবার বিকালে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেটে গিয়েছে অচলাবস্থা। শুক্রবার থেকে নতুন করে শুরু হয়েছে শুটিং। চেনা ছন্দে ফিরেছেন বিভিন্ন ধারাবাহিকে কাজ করা কলাকুশলীরা। 

অচলাবস্থার সময়ই জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’র অভিনেত্রী দিতিপ্রিয়া রায় শেয়ার করেছিলেন, সিরিয়ালের ব্যাঙ্কিং না থাকার সমস্যার কথা। সত্যিই বিভিন্ন স্লটে রিপিট টেলিকাস্ট দেখাতে বাধ্য হয়েছিলেন বিভিন্ন চ্যানেল। তবে আজ থেকে দেখা যাবে নতুন পর্বের সম্প্রচার। নতুন শুটিং নিয়ে দিতিপ্রিয়া তার ইন্সটাগ্রাম একাউন্টে শেয়ার দিয়েছেন কিছু ছবি। দেখে নিন তা। 

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya) on

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »