ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

দিতিপ্রিয়ার মাধ্যমিকের রেজাল্ট কি জানেন? অবাক হবেন আপনিও

ডেস্ক ০৮ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১২১

রানি রাসমণি ধারাবাহিক করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন দিতিপ্রিয়া রায়। এই বছর মাধ্যমিকে বসেছেন এই গুনী অভিনেত্রী। শুটিং সামলে পরীক্ষা দেওয়াটা অনেকটা চ্যালেঞ্জিং হলেও সফলতার সাথে পরীক্ষা দিয়েছেন এবং ফাস্ট ডিভিশন পেয়ে পাশ করেছেন তিনি।

গত বুধবার রেজাল্ট বেরিয়েছে তার। ইংরেজিতে লেটার সহ পেয়েছেন এ গ্রেড। ভুগোলে পেয়েছেন ৭২, লাইফ সাইন্সে ৭০, বাকি সব গুলোতে ৬০ এর উপরে। তার কথায় পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন তিনি। ইংরেজি পরীক্ষার আগের দিন সেটে ঝামেলাও হয়েছিলো।

দিতিপ্রিয়ার পরিবারের সবাই খুব খুশি তার রেজাল্টে।

এর মধ্যে বৃহস্পতিবার পাঠভবনে হিউম্যানিটিজ নিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হলেন্তিনি। ১৮ জুন থেকে শুরু হচ্ছে নতুন ক্লাস। শুটিং এবং পড়াশোনা চলবে পাশাপাশি।

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »