ডেস্ক ০২ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ৯৩ ০
স্বাগতম বিডি সংসার এ। বিডি সংসার এ এর আগে শাড়ি পরার একটি টিউটোরিয়াল দেখানো হয়েছে। আজ আরও কয়েকটি টিউটোরিয়াল দেখাবো। আসা করি আপনাদের ভালো লাগবে। শাড়ি পরতে সব নারীর ভালো লাগে। এক সময় আমাদের দেশে সব সময় শাড়ি পড়ার প্রচলন থাকলেও এখন তা অনেক কমে গিয়েছে।
কম বয়সী নারীরা কোন বিশেষ দিন ছাড়া হয়তো শাড়ি পরেন না বললেই চলে। কর্মব্যস্ত নগর জীবনে হয়তো সব সময় শাড়ি পরা হয়ে ওঠে না। শাড়ি পরার নিয়মিত অভ্যাস না থাকার কারনে অনেকেই ঠিক ঠাক শাড়ি পরতেও পারেন না। তবে মাত্র ৪টি ধাপ ফলো করলে আপনিও খুব সহজে শাড়ি পরতে পারবেন। আজ তাহলে দেখে নিন শাড়ি পরার সহজ উপায়। বুঝার সুবিধার জন্য নিচে ছবির সাহায্য নিতে পারেন।
ট্রেডিশনাল শাড়ি পরার পদ্ধতিঃ
১। এটি শাড়ি পড়ার ১ম ধাপ। শাড়ি কোমরের চার পাশে গুজে নিন। এমন ভাবে গুজতে হবে যেন আপনার শাড়ির আচল বাহিরের পাশে থাকে। শাড়ি একবারে গুজে ফেলার চেস্টা করবেন না তাহলে অগোছালো হয়ে যাবে।
২। এবার কুচি দেওয়ার পালা, আপনার শাড়ি নাভির বাম পাশ দিয়ে পেচিয়ে নেবেন। যখন ডান দিকে আসবেন তখন থেমে গিয়ে ৫টি প্লিট দিয়ে নেবেন। সব গুলো প্লিট বা কুচির মাথা এক সাথে ধরে গুছিয়ে গুজে নেবেন।
৩। প্লিট গুলো গুছিয়ে নিনআপনি সবগুলো প্লিট এক সাথে ধরবেন। তারপর একটি সেফটি পিন দিয়ে প্লিটগুলো পিন করে দিবেন। যাতে প্লিটগুলো ভাজ হয়ে থাকে। এবার প্লিটগুলো নিচ পর্যন্ত গুছিয়ে নিবেন। আপনি প্লিটে পিন মারার সময় মনে রাখবেন যে, পিন যেন আপনার নাভি থেকে ২০ সে মি দূরে থাকে।
৪। আচঁল ঠিক করুনআপনার বাকি শাড়িটা এবার আপনি আপনার বাম কাধেঁর ওপর ছড়িয়ে, পিন লাগিয়ে নিবেন। এভাবেই আপনি সুন্দর করে শাড়ি পরে ফেলতে পারেন।
নিচে ছবিতে বিভিন্ন রকম শাড় পড়ার টিউটোরিয়াল শেয়ার করলাম আসা করি ভালো লাগবে -
ট্রেডিশনাল শাড়ি - স্টেপ বাই স্টেপ ট্রেডিশনাল শাড়ি পরার পদ্ধতি। নিচের ছবিতে স্টেপ বাই স্টেপ শাড়ি পরার পদ্ধতি গুলো দেখানো হয়েছে।
বাঙ্গালী স্টাইলে শাড়ি - নিচের ছবিতে স্টেপ বাই স্টেব বাংগালী স্টাইলে শাড়ি পরার টিউটোরিয়াল শেয়ার করা হলো। ছবিতে প্রতিটি স্টেপের নিচে বর্ননা রয়েছে। আসা করি বুঝতে পারবেন। বড় করে দেখতে ছবিতে ট্যাপ করুন।
মারমেইড স্টাইলে শাড়ি পরার টিউটোরিয়াল - নিচের ছবিতে মারমেইড স্টাইলে শাড়ি পরার টিউটোরিয়াল শেয়ার করছি। ছবিতে প্রতিটি স্টেপ এর নিচে বর্ননা রয়েছে। ছবি বড় করে দেখতে চাইলে ছবিতে ট্যাপ করুন। এছাড়া মারাঠি স্টাইলে শাড়ির টিউটোরিয়াল রয়েছে, কেরেলা স্টাইলেও শাড়ি পরা হয়ে থাকে।