ডেস্ক ০৮ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ২০৪ ০
রান্না ঘরের সিঙ্কে পানি আটকে যাওয়া নতুন কোন ঘটনা না। তবে এই সমস্যা হলে অনেক ভোগান্তির সম্মুখিন হতে হয়। তবে কিছু বুদ্ধি জানা থাকলে আপনিও পারবেন এই সমস্যার সমাধান খুজে পেতে। আজ বিডি সংসার এর আয়োজনে থাকছে সিঙ্কে পানি আটকে গেলে করনীয় নিয়ে কিছু কথা। তাহলে এর দেরি কেন আসুন জেনে নেওয়া যাক।
# সব সময় একটা জিনিষ মনে রাখবেন সিঙ্কে ময়লা বা এটো ফেলা যাবে না। অনেকেই এই ভুলটাই করেন আর সেগুলোর কারনেই সিঙ্কে পানি আটকে যায়। খাবারের উচ্ছিষ্ট ময়লা ঝুড়িতে ফেলে তার পর পাত্র সিঙ্কে ফেলুন।
# প্রতিদিন কাজ শেষে সিঙ্কে এক টুকরো লেবু সিঙ্কে ঘষে নিতে পারেন। তার পর পানি দিয়ে ধুয়ে পরিস্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে সিঙ্কে জং ধরবে না।
# মাঝে মাঝে গরম পানি ও সাবান গুড়ো দিয়ে সিঙ্ক পরিস্কার করুন।
# সিঙ্কে চাপাতা, গুড়া মশলা, ময়দা, পেঁয়াজের খোসা ফেলবেন না।
# ফুটন্ত গরম পানি সিঙ্কে ফেলবেন না এতে পাইপ ফেটে যেতে পারে।