ডেস্ক ২১ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ২৪০ ০
এবার ক্লাস ইলেভেনে, রানি রাসমণি বলে পরিচিত সকলের কাছে। বলছি জনপ্রিয় ধারাবাহিক রানি রাসমণি এর নায়িকা দিতিপ্রিয়া রায় এর সম্পর্কে। প্রাকাশ্যেই কাউকে ভালোবাসি বলে ফেললেন এই অভিনেত্রী। কিন্তু কাকে?
এটি পর্দার কোন ঘটনা নয়। সম্প্রতি দিতিপ্রিয়া তার ইন্সটাগ্রাম এর এক পোস্টে ভালোবাসার কথা জানিয়েছেন। তবে এর মধ্যে কোন গসিপ নেই। তিনি লিখেছেন, দিদির মতো কোনও বন্ধু নেই। আর তোমার থেকে ভাল দিদিও কেউ নেই। নিমি আর গিল্লি, বেস্ট বন্ড… লভ ইউ লট নিমি…।
মাত্র কিছু দিন হলো মাধ্যমিকের গন্ডি পেরিয়েছেন এই অভিনেত্রী । ১৮ জুন শুরু হচ্ছে তার নতুন ক্লাস। আগের মতনই শুটিং এর পাশাপাশি চলছে তার পড়াশুনা।