ডেস্ক ১২ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ৯৩ ০
বিকেলে বাংলার টেলিভিশন দর্শকদের বড় একটা অংশ চোখ রাখেন দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে। অনেকেই মিস করতে চান না দিদির এই শো। সম্প্রতি ছোট্ট একটা ব্রেক নিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী ও দিদি নম্বর ওয়ানের হোস্ট রচনা বন্দ্যোপধ্যায়।
কয়েকদিনের জন্য কলকাতার বাইরে গিয়েছিলেন তিনি। কিন্ত তিনি কোথায়! না আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। শুটিং থেকে ছুটি নিয়ে অবসরে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন তিনি। সাথে ছিলো তার বন্ধুরা। এমন একটা ছবিই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনি।
ইদানিং সিনেমায় নিয়মিত নন রচনা। তবে টেলিভিশনে দারুন জনপ্রিয় তিনি। তবে কাজের অবসরে এবার নিজের মত সময় কাটাতেই হয়তো ছুটে গিয়েছিলেন দার্জিলিং।