ডেস্ক ০১ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ৯৮ ০
দাত হলদে হলে মুখের সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। ঝকঝকে সুস্থ দাত ব্যক্তিত্বের প্রতিক। দাত সাদা করার অনেক গুলো প্রাকৃতিক উপায় রয়েছে। আসুন জেনে নেই কিছু ঘরোয়া পদ্ধতি।
হলদে দাঁত সাদা করতে দারুন কাজ করে থাকে তেজপাতা। তেজপাতা কমলালেবু বা লেবুর খোসা মিশিয়ে মাজন বানিয়ে ব্যবহার করুন। দেখবেন কিছু দিনের ভিতরেই দাত ঝক ঝকে সাদা হয়ে গেছে।
এখন দেখে নিন তেজপাতায় কিভাবে দাত সাদা করবেন। এই মাজন তৈরি করতে লাগছে
মাজন তৈরি করার পদ্ধতি
এই মাজন দিয়ে নিয়মিত দাত মাজুন। দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই আপনার দাত ঝকঝকে সাদা হয়ে গিয়েছে।