ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১২৮ ০
চিলি সস আমার বিশেষ পছন্দ। চিকেন ফ্রাই কিংবা ফ্রেঞ্জ ফ্রাই। এই সব মুচমুচে খাবারের সাথে চাই চিলি সস। তাই আজ দেখাবো ২টি চিলি সস রেসিপি। গ্রিন চিলি সস ও রেড চিলি সস। আসুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করবেন চিলি সস।
গ্রিন চিলি সসের উপকরণ - কাঁচা মরিচ ১০০ গ্রাম, রসুন ৫০ গ্রাম, শসা পিকেলস ১/৪ কাপ, লেবুর রস ১/৪ কাপ, সাদা সরিষা ১/৪ কাপ, চিনি ১ টে চামচ, লবণ পরিমাণমতো
প্রণালী - সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একটু সময় নিয়ে মিহি করে ব্লেন্ড করবেন। বাটিতে ঢেলে নিলেই হয়ে গেল গ্রিন চিলি সস।
রেড চিলি সসের উপকরণ - লাল কাঁচা মরিচ ১০০ গ্রাম, রসুন ৫০ গ্রাম, টমেটো পিউরি ১/২ কাপ, সাদা সিরকা/ভিনেগার ১/২ কাপ, লবণ পরিমাণমতো, চিনি ৩ টে চামচ
রেড চিলি সস তৈরির প্রণালী - সিরকা বাদে সকল উপকরণ এক সাথে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এই উপাদান চুলায় কিছু সময় জ্বাল দিন। ঘন হয়ে এলে সিরকা দিয়ে আরও কিছু সময় রাখুন। নামিয়ে পরিবেশন করুন।