ডেস্ক ১৭ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ৪৮৫ ০
ছোট পর্দার জনপ্রিয় মৌনি রায়ের একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল নাগিন দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন মৌনি। সম্প্রতি ঐ নাটকেরই সহ অভিনেত্রী সাঞ্জিদা শেখের চুমুর একটি ভিডিও প্রকাশ হয় ইন্সটাগ্রামে। সেখানে দেখা যায় মৌনির ঠোঁটে চুমু চিচ্ছেন সাঞ্জিদা। এই ভিডিওতে মৌনী জ্ঞান গাইছিলেন ‘তারিফ করু ক্যায়া উসকি জিসনে তুমহে বনায়া।’ আর তার পরেই মৌনি সঞ্জিদার দিকে আঙুল দেখিয়ে বলেন ‘তোমাকে বানিয়েছে, তোমাকে বানিয়েছে’ আর এতেই সঞ্জিদা বন্ধু
এই কান্ডেই মজা পেয়ে চুমু দিয়ে বসেন ঠোঁটে। সম্প্রতি অক্ষয় কুমারের গোল্ড ছবিতে অভিনয় করে বলিউডে পা দিয়েছেন মৌনি।
দেখুন ভিডিও