ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ আপডেট ৭ মাস আগে

জনপ্রিয়

কেন আত্ম হত্যা করলেন এই সিরিয়াল অভিনেত্রী

ডেস্ক ১৯ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ১৫২

জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী প্রিয়াঙ্কা আত্ম হত্যা করেছেন। পুলিশ এখনো কারণ খুজছে। জনপ্রিয় তামিল টিভি শো ভামসম এ অভিনয় করতেন তিনি। বুধবার সকালে চেন্নাইয়ের ভলাসরাভক্কমে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর মৃত দেহ। তার গৃহপরিচারিকা সাকালে কাজ করতে এসে ঝুলন্ত দেহ দেখতে পান। পরে প্রতিবেশী ও পুলিশে খবর দেন। পরে পুলিশ তদন্ত শুরু করেছেন।

পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত কারণের জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রিয়ঙ্কা। তিন বছর হল বিয়ে হয়েছে অভিনেত্রীর। কিন্তু এখনও তাঁদের কোনও সন্তান হয়নি। এই বিষয়কে কেন্দ্র করেই সমস্যায় ছিলেন তিনি। 

প্রিয়ঙ্কার স্বামী জানিয়েছেন, আত্মহত্যার সময়ে তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না।  তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »