ডেস্ক ২০ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১০৩ ০
ঢাকার মিরপুর ১ নম্বরের বেড়িবাধ এলাকায় ফলের আড়তে অফিযান চালিয়ে প্রায় ১২০০ মন আম জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল ৬টায় এই অভিযান চালানো হয়। এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। আগামি এক সপ্তাহ বাজার থেকে আম না কেনার আহ্বান জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান অপরিপক্ক আম পাকানোর জন্য বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করায় এই অভিযান চালানো হয়েছে। এবং বিপুল পরিমানে আম জব্দ করা হয়েছে। এই আম গুলো নির্দিষ্ট সময়ের ১০-১৫ দিন আগে গাছ থেকে পাড়া হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, বাইরে থেকে এই আমগুলো দেখে পাকা মনে হলেও ভিতরে একেবারেই কচি, কিছু অসাধু ব্যবসায়ী আগামী ক্যামিকেল দিয়ে সেগুলো পাকানোর চেস্টা করেছে। তিনি আগামী ৭ থেকে ১০ দিন বাজার থেকে আম না কেনার জন্য ক্রেতাদের অনুরোধ জানিয়েছেন।
খবর সূত্র - সময় টেলিভিশন