ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০ ঘটিকা ১৩৮ ০
রমজান শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বানুমানতো আর আটকে থাকবে না।
স্বাভাবিক ভাবে খালি চোখে নতুন চাঁদ দেখার মাধ্যমেই রোজা ও ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস শুরু হয়ে থাকে।
সাধারণত চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা হয় সৌদি আরবে। তবে জ্যোতির্বিজ্ঞানীরা তার আগেই নির্ধারণ করেন যে, কবে থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।
সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ সংক্রান্ত শরিয়া বিভাগের জেনারেল সুপারভাইজার ইব্রাহিম আল জারওয়ান বলেন, হিসাব অনুসারে সংযুক্ত আরব আমিরাতে এবার রমজান শুরু হতে পারে ৬ মে সোমবার থেকে।
গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ‘৫ মে রোববার ২টা ৪৬ মিনিটে নতুন চাঁদ গঠন হবে, কিন্তু সূর্যাস্ত না যাওয়া পর্যন্ত তা দেখা যাবে না। তার মানে হলো- পরের দিন সোমবার নতুন চাঁদ দেখার পরই রমজান মাস শুরু হবে।’
ইব্রাহিম আল জারওয়ান আরো জানান, রমজান শুরুর প্রথম সপ্তাহে মুসলমানরা ১৩ ঘণ্টা ১০ মিনিট উপবাস থাকবেন এবং আস্তে আস্তে তা বেড়ে মাসের শেষের দিকে ১৩ ঘণ্টা ৪০ মিনিটে গিয়ে দাঁড়াবে।
গালফ নিউজের এই প্রতিবেদনে জানানো হয়, রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ২৩ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
এ ছাড়া রমজান উপলক্ষে দেশটিতে অফিসের সময় দুই ঘণ্টা এবং শিক্ষা-প্রতিষ্ঠানের সময়ও কমানো হবে।
খবর -২৪লাইভ নিউজ পেপার