ডেস্ক ২৪ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১১১ ০
চোখের নিচের কালো দাগের সমস্যা নেই এমন লোক খুজে পাওয়াই মুশকিল। কম বেশি সবাই এই সমস্যায় ভুগছেন। তবে একটু বাড়তি যত্ন বা সাবধানতা এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। চোখ খুব স্পর্শকাতর যায়গা। তাই এই চোখের যত্নে চাই পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন কোন পদ্ধতি, যাগে করে আপনার চোখের চারিপাশ হবে আরও উজ্জ্বল ও প্রানবন্ত। আসুন জেনে নেওয়া যাক মাত্র কয়েক দিনে চোখের নিচের কালো দাগ দূর করার পদ্ধতি সম্পর্কে।
প্রথমে খোসা সহ একটি বড় আলু বেটে পেস্ট করে নিন। মিহি করে বাটবেন। তবে খেয়াল রাখবেন আগে থেকে পাটা অনেক ভালো করে ধুয়ে নিতে হবে। এই আলুর পেস্ট তিন-চার দিন চোখের নিচে লাগাতে হবে। আর চোখ একেবারে দাগ মুক্ত করতে হলে অবশ্যই রাত জাগা বন্ধ করতে হবে। এই প্যাক এক সপ্তাহ ব্যবহার করার ফলেই আপনি পার্থক্য বুঝতে পারবেন। এছাড়া প্রতিদিন কাজের ফাকে ১০ মিনিট চোখ বুজে শবাসন করতে হবে।
ত্বকের যেকোন দাগ দূর করতে গোলাপজলের কোন তুলনা হয় না। চোখের নিচের দাগ দূর করতেও এর কোন তুলনা নেই। প্রথমে ২টি কটন বল গোলাপ জলে ভিজিয়ে নিয়ে তা চোখের উপরে রেখে দিন। ১০ মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।