ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ আপডেট ১০ মাস আগে

জনপ্রিয়

ফ্রিজে রাখলেও মরিচ পচে যায়? কাঁচামরিচ দীর্ঘদিন ভালো রাখার উপায়

ডেস্ক ৩১ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩৭

বাজার থেকে কাচা মরিচ নিয়ে এসে ফ্রিজে রাখলেও ১-২ পর পচন শুরু হয়ে যায়। কি করবেন??? বাজারে সবজিতে প্রচুর পরিমাণে পানি ছিটায়।আর পানি সহ ফ্রিজে রাখলে পচন ধরবেই।তাই কাচা মরিচ গুলো বাজার থেকে আনার পর একটা পরিষ্কার কাপড়ে বিছিয়ে বাতাসে ভালো ভাবে পানি শুকিয়ে নিতে হবে। তারপর মরিচের বোটাগুলো ছাড়িয়ে পঁচা বা আধা পঁচা মরিচ গুলো আলাদা করে ফেলে দিয়ে শুকনো পলিথিন ব্যাগে ভর্তি করে বায়ুশূন্য করে মুখটা ভালো ভালে পেচিয়ে ফ্রিজে রাখলে তুলনামূলক ভাবে বেশী দিন ভালো থাকবে। অন্যান্য সবজিও বাজার থেকে এনে সরাসরি ফ্রিজে না ডুকিয়ে পানি মুছে তারপর রাখলে বেশি দিন ভালো থাকে।

আপনার জন্য নির্বাচিত »

ঘরকন্যা থেকে আরও খবর »