ডেস্ক ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০ ঘটিকা ৮৯ ০
পেটে অসহ্য যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের মহারাষ্ট্রের এক মহিলা। চিকিৎসকরা পেট ব্যাথার কারন জানতে এক্সরে করান। এক্সরে করে যা দেখতে পান তাতে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে তাদের। দেখা যায় পেটের ভিতরে রয়েছে অজস্র ধাতব বস্তু।
অতঃপর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন তারা। পেটে কেটে বের করা হলো প্রায় দেড় কেজি লোহার বস্তু। তার ভিতর রয়েছে সেফটিপিন, তামা, লোহার আংটি, হেয়ার পিন, ব্রেসলেট, এমনকি নাটবল্টুও! তার পেটে জামার চেন ও নাইলনের দড়িও পাওয়া গেছে।
প্রায় আড়াই ঘন্টা ধরে অস্ত্রোপচার করে এগুলো বের করা হয়। আপাতত সুস্থ আছেন রোগী। ডাক্তার জানান অ্যাকুফেগিয়া নামে এক ধরনের মানসিক রোগে আক্রান্ত তিনি। যার কারণেই তিনি ধারাল ধাতব বস্তু খেয়েছিলেন। বেশ কয়েক মাস ধরেই এগুলি খাচ্ছিলেন তিনি।