ডেস্ক ১৮ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩২ ০
বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল বকুল কথার বকুলকে চিনতে পারছেন? ডাকাবুকো বকুল মন জয় করে নিয়েছে সবার। মুখচোরা অহনা বলেন আর বকুলই বলেন, পর্দায় সবার নজর ধরে রাখতে দারুন পটু এই অভিনেত্রী। সম্প্রতি তিনি কথা বলেছেন ভারতীয় গনমাধ্যম আনন্দবাজারের। সেখানে নানা বিষয়ে তার সাথে কথা হয়।
কথা হয় বড় পর্দায় অভিনয় করার বিষয়ে, ঊষসীর কথায় ভালো সুযোগ পেলে বড় পর্দায় অভিনয় করবেন তিনি। শাহরুখকে ছোটবেলা থেকেই পছন্দ করলেও ইদানীং সালমানের উপরে অদ্ভুত ভাল লাগা তৈরি হয়েছে তার।
তার ব্যক্তিগত সম্পর্কের কথা জিজ্ঞেস করলে সরাসরি উত্তর দেন । লুকোনোর কোনও ব্যাপারই নেই। সম্পর্কে সময় দেওয়া জরুরি। আর সেই সময়টা আমার কাছে এখন নেই। এটা মোটেও বলব না যে জীবনে প্রেম নেই। তারা দরজায় নকও করে। কিন্তু তারা যেই দেখে যে আমার সময় নেই, তারা আবার ওই রাস্তা দিয়েই ফিরে যায়!