ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

চুল পড়া কমাতে বিশেষ যত্ন

ডেস্ক ৩০ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ৮২

চুল ভালো না হলে চুলের সাজগোজ যতই ভালো করুন, ভালো কিন্তু দেখায় না। কারণ একটি পার্ফেক্ট হেয়ার স্টাইলই আপনাকে সম্পুর্না হিসেবে উপস্থাপন করতে পার। তাই সুন্দর চুল পেতে হলে নিয়মিত চুলের যত্ন করতে হবে। তাতে করে চুল থাকবে সাস্ত্যবান। কমবে চুল পড়ার প্রবণতা। চুলের গোড়ার দূর্বলাও দূর হবে। আজ তেমন কিছু কথাই বলবো আপনাদের সাথে। 

প্রতিদিন রাতে নিয়ম করে চুলে তেল ম্যাসাজ করতে পারেন, তবে সকালে অবশ্যই শ্যাম্পু করে ফেলতে হবে। এছাড়াও আপনার চুলের ধরন বুঝে ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের প্যাক। মেহেদি প্যাকের সাথে চার লিকার মিশিয়ে চুলে দিতে পারেন। এতে করে আপনার চুল হবে শাইনি ও ঝরঝরে। 

এই সময় চুল তার আর্দ্রতা হারায়, তাই ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। ডিমের সাদা অংশ চুলে লাগাতে পারেন, এতে করে আপসার চুল ফিরে পাবে আর্দ্রতা। এছাড়াও চুলে করিয়ে নিতে পারেন হেয়ার ট্রিটমেন্ট। ধূলো-বালি আপনার চুলকে করে তুলতে পারে রুক্ষ, তাই আপনাকে চুলের একটুতো যত্ন করতেই হবে। 

আপনার জন্য নির্বাচিত »

সাজুগুজু থেকে আরও খবর »