ডেস্ক ০১ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১২৫ ০
যেকোন উৎসবে মেহেদী মেয়েদের প্রথম পছন্দ । নান রকম ডিজাইনের নকশা করে হাতে। অনেকেই গাড় রং এর মেহেদী পরতে পছন্দ করে থাকেন। তবে অনুষ্ঠান শেষে এই মেহেদী তোলা নিয়েই অনেকে চিন্তায় পড়ে যান। অর্ধেক উঠে যাওয়া ডিজাইন নিয়ে পড়তে হয় অস্বস্তিতে। আজ বিডি সংসার এর আয়োজনে থাকছে দ্রুত মেহেদী তুলে ফেলার টিপস। তাহলে আসুন দেখে নেই।
লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। বেকিং সোডা ও লেবু দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ পুরো হাতে ভালোভাবে মাখিয়ে নিন। তার পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এতে আপনার হাত রুক্ষ হয়ে যাবে। তাই সাথে সাথে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
হাত উষ্ণ গরম পানিতে ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। এভাবে দিয়ে কয়েকবার হাত ডুবিয়ে রাখলেই হালকা হয়ে যাবে মেহেদীর রং। এছাড়া পরবর্তিতে হাতে অলিভ অয়েল দিয়ে রাখুন।