ডেস্ক ২০ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১০১ ০
বিরল এক প্রজাতির মুরগি যার গোটা শরীরটাই কুচকুচে কালো। এই মুরগীর নাম অ্যায়াম কেমানি। এই মুরগি এতো কালো যে এর গায়ে অন্য রং এর কোন বালাই নেই। এই বিরল প্রজাতির মুরগির দেখা পাওয়া যায় ইন্দোনেশিয়ায়। ইদানিং ফেসবুকে রীতিমতো ভাইরাল এই মুরগী। তাই বিডি সংসার এর পাঠকদের জন্য এই মুরগী সম্বন্ধে কিছু না তথ্য হাজির করছি।
এই প্রজাতির মুরগীর পালক, ঠোঁট, চোখ থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব কিছুই কালো। এমনকি চামড়াও কালো। ইন্দোনেশিয়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই মুরগীর রক্তর রং ও নাকি কালচে! এমন কি হাড়ও কালো। তবে বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির মুরগি আসলে ফাইব্রোমেলানোসিস নামে বিরল রোগে আক্রান্ত। এই মুরগীর শরীরে অতিরিক্ত পরিমানে মেলানিন থাকায় তারা এতো কালো। এটি একটি সংকর প্রজাতির মুরগি, এবং এটি প্রথম ইন্দোনেশিয়াতেই পাওয়া গিয়েছে। ইন্দোনেশিয়ায় এই মুরগীর ব্যাপক চাহিদা রয়েছে। তবে খাবার হিসেবে নয়। বিভিন্ন ধমীয় অনুষ্ঠানে উৎসর্গ করে খাওয়া হয় এই মুরগি। তারা মনে করে এই মুরগি থাকলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তাই বেশি দাম দিয়ে কিনে তারা এই মুরগি লালন পালন করেন
খবরের সূত্র - বাংলাদেশ প্রতিদিন