লাইফস্টাইল

যেভাবে বাসায় করবেন ব্লিচ, দেখুন পদ্ধতি

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্লিচ এখন বেশ জনপ্রিয়। বড় কোন অনুষ্ঠানে বা উৎসবের আগে ব্লিচ করাতে ভালোবাসেন অনেকেই। কিন্তু ব্লিচ করতে গেলে পার্লারে যেমন যেতে হয় তেমন পকেট থেকে অনেক গুলো টাকাও নেবে যায়। ঘরে বসে খুব সহজে আপনি নিজেই কিন্তু ব্লিচ করে নিতে পারে। এতে ত্বকের মরা কোষ দূর করে আপনার ত্বক হয় উঠবে কোমল ও উজ্জ্বল।

তবে আসুন দেখে নেওয়া যাক কিভাবে প্রাকৃতিক ভাবে ব্লিচ করবেন।

ব্লিচ করতে যা যা লাগবে

১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ মধু, ১ চিমটি হলুদ গুঁড়ো/ বাটা

যেভাবে ব্লিচ করবেন

প্রথমে দুধ ও মধু একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, এর পর এতে তাজা লেবু রস করে ভালো করে মিশিয়ে ফেলুন। এর পর এর মধ্যে কাঁচা হলুদ বাটাদিয়ে মিশিয়ে পাস্ট তৈরি করে নিন। মনে রাখবেন অবশ্যই কাঁচা হলুদ ব্যবহার করবেন, বাজারের থেকে কেনা প্যাকেটের হলুদ মেশাবেন না, এতে অনেক ভেজাল থাকতে পারে। যা আপনার ত্বকের ক্ষতি করবে।

এই পেস্ট ১০ মিনিট মুখে মাখিয়ে শুকিয়ে নিন। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে আলতো ভাবে ঘষে তুলে ফেলুন। মুখ ধোয়া হয়ে গেলে একটি নরম তোয়ালে দিয়ে চেপে চেপে ত্বকের বাড়তি পানি শুষে নিন। এর পর ৬ থেকে ৭ ঘন্টা কোন প্রসাধনী ত্বকে ব্যবহার করা যাবে না।

অবশ্যই মনে রাখবেন

যাদের লেবুতে এলার্জি এর সমস্যা রয়েছে তারা লেবু ব্যবহার করবেন না, দিনের বেলায় ব্লিচ করে সরাসরি সূর্যের আলোয় বের হবেন না।