ঘরকন্যা

টাইলসের কড়া দাগ ওঠে না? আসুন দেখে নেই সহজ সমাধান

টাইলস ব্যবহার করলে কিছু দিন পরেই লাল হয়ে যায়। আর এই দাগ উঠতেই চায় না। অনেক সময় নানা রকম ক্লিনিং সল্যুশন দিয়েও ভালো সমাধান পাওয়া যায় না। তবে সাধারন কিছু সমাধান জানা থাকলে সহজেই এই বিরক্তিকর দাগ থেকে মুক্তি পাবেন। আসুন দেখে নেই সেই সমাধান।

উপকরণ : ভিনেগার ও পানি, শিরিষ কাগজ, পরিষ্কার কাপড়, টুথপেস্ট।

পদ্ধতি - প্রথমে ভিনেগার ও পানি দিয়ে ফ্লোর ভালো করে পরিস্কার করে নিন। ফ্লোর পুরো শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার পরিস্কার কাপড়ে সাদা টুথপেস্ট লাগিয়ে যায়গাটি কিছু সময় ঘোষতে থাকুন। এবার আবার শুকানোর জন্য কিছু সময় রেখে দিন। সব শেষে শিরিষ কাগজ দিয়ে ঘষে দাগ তুলে ফেলুন। আসা করি এই পদ্ধতি আপনাদের খুব কাজে লাগবে।